রক্তের হুলিয়া থামছে না খুলিয়াপাড়ায়

রেষারেষি দীর্ঘদিনের। ভূসম্পত্তি আর আধিপত্য বিস্তারই মূল কারণ। দু’পক্ষে এ পর্যস্ত খুন হয়েছেন পাঁচজন। আর কোপাকুপিতো লেগেই আছে। পান থেকে চুন খসলেই দু’গ্রুপের সংঘর্ষ বাঁধে। রক্তের নেশায় মেতে ওঠে দু’পক্ষই। যার অন্তিম পরিণতি ঘটে খুনোখুনিতে। তাজুলের আগেও এই পরিবারে খুন হয়েছেন তার দুই ভাই ও ছেলে। আরেক ছেলে রায়হান একই কায়দায় সন্ত্রাসী হামলার শিকার হয়ে পঙ্গুত্ব বরণের পথে। মা শানু ওই ছেলেকে নিয়ে এখনো চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। শানুর পরিবারের হামলায়ও অপরপক্ষের কামাল নামের এক যুবক খুন হয়েছেন। খুনোখুনি আর কোপাকুপিতে দু’পক্ষই প্রায় যুগ ধরে উত্তপ্ত করে তুলেছেন গোটা … Continue reading রক্তের হুলিয়া থামছে না খুলিয়াপাড়ায়